মাধ‍্যমিক ছাত্রীর অস্বাভাবিক মৃত‍্যু ঘিরে চাঞ্চল‍্য : তদন্ত শুরু পুলিশের

3rd December 2020 4:09 pm বাঁকুড়া
মাধ‍্যমিক ছাত্রীর অস্বাভাবিক মৃত‍্যু ঘিরে চাঞ্চল‍্য : তদন্ত শুরু পুলিশের


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : সাতসকালেই মাধ্যমিকের এক ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ঘটনা পাত্রসায়ের থানার বালসি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকার লাগারপুকুর গ্রামের ।

এদিন সকালে মাধ্যমিকে পাঠরত এক ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হলো নিজের বাড়ি থেকে মৃতার নাম ঋতু মাঝি বয়স ১৫ বছর ৩ মাস পরিবার ও পুলিশ সূত্রে জানতে পারা যায় প্রেম সংক্রান্ত মনোমালিন্যের জের এই এই আত্মঘাতী বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে ।
প্রতিদিনের মতো এদিন সন্ধ্যায় ঋতু রাতের খাবার খেয়ে নিজের ঘরে ঘুমোতে যায় এরপর তার প্রেমিকের সঙ্গে রাতেই ফোনে মনোমালিন্য হয় এবং হঠকারিতার সাথে নিজে নিজেই সুসাইড করে সকালে যখন পরিবারের লোক টিউশন যাবার জন্য তাকে ঘুম থেকে উঠাতে যায় ঠিক তখনই তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রামের লোক জড়ো হয় এবং খবর দেয়া হয় পাত্রসায়র থানায় এরপর পাত্রসায়ের থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায় । তবে ঠিক কি কারণে ঋতু মাঝি সুইসাইড করল তার পূর্ণ তদন্ত শুরু করেছে পাত্রসায়র থানা পুলিশ ।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।